আমি আর আমার এক বন্ধু এক সাথে ছাত্র অবস্থায় ৬ বছর মেছে ছিলাম। আমার বন্ধু বিয়ে করেছে, আমি এখনো করিনি। আমাদের যে ইনকাম তা দিয়ে ঢাকায় এখন স্বামী-স্ত্রী মিলে বাসা নিয়ে থাকা কষ্ট হয়ে যাবে। আমাদের প্ল্যান আছে এরকম, আমি বিয়ে করার পর আমরা দুই বন্ধু মিলে একটা ফ্লাট নিয়ে স্ত্রী সহ থাকবো। তখন বলতে গেলে চার জন মিলে একটি পরিবারের মত করে থাকা হবে। এক্ষেত্রে আমারা দুজনেই আর্থিক ভাবো সাপোর্ট পাবো খরচ টাও কমাতে পারবো। আমার প্রশ্ন হলো এভাবে কি একসাথে থাকা ইসলাম অনুমোদন করে? যেহেতু আমার স্ত্রীর কাছে আমার আমার বন্ধু বেগানা পুরুষ আর আমি আমার বন্ধুর কাছে বেগানা পুরুষ।