As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4374

অর্থনৈতিক

প্রকাশকাল: 20 Jan 2018

প্রশ্ন

আসসালামু আলাইকুম .. আমার প্রশ্ন টা হচ্ছে ইসলামে মেডিটেশন বা যোগব্যায়াম হারাম (আল্লাহু আলাম) তবে কিছু ব্যায়াম আছে হাতের, কপাল ও পায়ের (acupressure point) যেগুলা সম্পাদন করা হয় এক বা দুই আংগুলে অনেক টা ম্যাসাজ এর মত করে, হরমোন ব্যালেন্স বা উচ্চতা বৃদ্ধির উদ্দেশ্য..
এগুলা করা কি হারাম বা ইসলাম এ নিয়ে কি বলে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ইসলামে মেডিটেশন বলতে কিছু নেই। ইসলামে আছে দুআ ও যিকির। এই বিষয়ে স্যার. রহি. এই বক্তব্যটি ইউটিউবে দেখুন। https://www.youtube.com/watch?v=05BNqhwQRTU মেডিটেশন করা শিরক তা কি করে বোঝাই- ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর – Meditation by Dr. Abdullah Jahangir মেডিটেশন পুরোপুরি বর্জন করতে হবে। অন্যভাবে ব্যায়াম করতে হবে।