As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4367

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 13 Jan 2018

প্রশ্ন

সন্তান দত্তক নেয়ার বিষয়ে ইসলামের বিধান সমূহ জানতে চাই

উত্তর

দত্তক শব্দটি ইসলামে নেই। কেউ যদি অন্য কারো সন্তান লালন-পালন করতে চাই করতে পারবে। তবে সে সন্তান কিছুতেই যারা লালন-পালন করবে তাদের সন্তান হিসেবে স্বীকৃত হবে না। পরিচয় দেওয়ার সময় মূল পিতা-মাতাকেই পিতা-মাতা হিসেবে পরিচয় দিবে। পালক সন্তান প্রাপ্ত বয়স্ক হলে যারা লালন-পালন করবেন তাদের সঙ্গে পর্দা করতে হবে। পালক সন্তান লালন-পালনকারীদের থেকে কোন ওয়ারিস হবে না। তবে তার জন্য ওসিয়ত করতে পারবে, যেমনভাবে যে কারো জন্যই যে কোন মানুষ ওসিয়ত করতে পারে। মোট কথা কিছুতেই পালক সন্তানের ক্ষেত্রে আসল সন্তানের অধিকারের স্থানে আসবে না।