রাসূলুল্লাহ সা. নিয়মিত যোহরের ফরজের আগে ৪ রাকআত সুন্নাত পড়তেন। এই চারকাতসহ ৫ ওয়াক্ত নামাযের আগে মোট ১২ রাকআত সুন্নাত আদায় করলে জান্নাতে আল্লাহ বাড়ি তৈরী করে দিবেন বলে সহীহ হাদীসে উল্লেখ আছে। ফকীহদের একটি অংশ এই ধরণের সুন্নাত ত্যাগ করলে গুনাহ হবে বলে মনে করেন। তবে সুন্নাত ত্যাগ করলে গুনাহ হয়তো হবে না কিন্তু বিরাট সওয়াব থেকে বঞিত হবেন আর সুন্নাত যে কিয়ামতের দিন ফরজের পরিপূরক হবে, তা থেকে বঞ্চিত হবেন। সুতরাং শয়তানের ওয়াসওসাতে এই সুন্নাত কিছুতেই ত্যাগ করা যাবে না।