আসসালামু আলাইকুম,
১. বিদ্যুৎ বিলের টাকা দেরিতে পরিশোধের জন্যে জরিমানা দিতে হয়, এই জরিমানা কি সুদ? আর সুদ হলে এমন বিদ্যুৎ অফিসে চাকরি করা কি হালাল হবে?
২. আমার বোন পর্দা করে না, বারবার বললেও শুনতে চায় না, তার বিয়ে হয়ে গেছে, এক্ষেত্রে সে পর্দা না করলে তার দায় কি তার স্বামীর পাশাপাশি আমার উপরেও পড়বে?
৩.ইমামের পেছনে নামাজ পড়ার সময়, মুক্তাদীর সামিআল্লাহুলিমান হামিদাহ বলতে হয় না। মুক্তাদী কখন রব্বানা ওয়ালাকাল হামদ পড়বে? রুকু থেকে উঠতে উঠতে নাকি সোজা হয়ে দাড়িয়ে?
৪. যদি চাকরিতে বাধ্য হয়ে দুর্নীতি করতে হয়, যদি কোন অন্যায় কাজ বাধ্য হয়ে, ঘুষ না নিয়েও করতে হয়, সেটা কি গোনাহ হবে?