As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4359

হালাল হারাম

প্রকাশকাল: 5 Jan 2018

প্রশ্ন

আসসালামু আলাইকুম,
১. বিদ্যুৎ বিলের টাকা দেরিতে পরিশোধের জন্যে জরিমানা দিতে হয়, এই জরিমানা কি সুদ? আর সুদ হলে এমন বিদ্যুৎ অফিসে চাকরি করা কি হালাল হবে?
২. আমার বোন পর্দা করে না, বারবার বললেও শুনতে চায় না, তার বিয়ে হয়ে গেছে, এক্ষেত্রে সে পর্দা না করলে তার দায় কি তার স্বামীর পাশাপাশি আমার উপরেও পড়বে?
৩.ইমামের পেছনে নামাজ পড়ার সময়, মুক্তাদীর সামিআল্লাহুলিমান হামিদাহ বলতে হয় না। মুক্তাদী কখন রব্বানা ওয়ালাকাল হামদ পড়বে? রুকু থেকে উঠতে উঠতে নাকি সোজা হয়ে দাড়িয়ে?
৪. যদি চাকরিতে বাধ্য হয়ে দুর্নীতি করতে হয়, যদি কোন অন্যায় কাজ বাধ্য হয়ে, ঘুষ না নিয়েও করতে হয়, সেটা কি গোনাহ হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, জরিমানা সুদ হবে না। ২। পর্দা না করার বিষয়টি তো এক দিনে হয় নি। ছোট বেলা থেকে অভ্যাস না করানোর কারণে হয়েছে। যদি আপনার ক্ষমতা থাক সত্বেও পর্দা করতে অভ্যস্ত না করেন তাহলে তো আপনি দায়ী হবেনই। আর যদি আপনার কোন কতৃত্ব না থাকে তাহলে আপনি দায়ী হবেন না। সাধারণত বাবা থাকা অবস্থায় ভায়েরা বোনদের তেমন কোন শাসন করতে পারে না। ৩। সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা ওয়ালাকাল হামদ পড়বে। ৪। অন্যায় কাজের বৈধতা তো আর আমরা দিতে পারি না।অন্যায় করলে তো গুনাহ হবেই। বাকী যদি আপনি অসহায় হয়ে পড়েন সেটা আল্লাহ আর আপনার মাঝের বিষয়।