As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4326

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 3 Dec 2017

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। একটি সন্তান জন্মের পর পরেই অন্য একটি পরিবার তাকে দত্তক নিয়ে নেয়। সন্তান টি সেই পরিবারে বড় হয় এবং পালিত বাবা মা কে সম্মান সূচক বাবা- মা ডাকে। তার জাতীয় পরিচয় পত্রে পালিত বাবা মা এর নাম দেওয়া আছে। এমনকি সন্তান টির পালিত বাবা মা সন্তান টির আসল পিতার নাম টা দত্তক নেওয়ার সময় জেনে নেয় নি। এখন আমার প্রস্ন হলো সহিহ বুখারির হাদিস অনুযায়ি যে ব্যক্তি জেনে বুঝে নিজের পিতা কে ছেড়ে অন্যের পিতা কে পিতা ডাকবে/ অন্যের বংশকে নিজের বংশ পরিচয় দিবে সে জাহান্নামে যাবে। এই হাদিস টি কি ঐ পালিত সন্তানের উপর প্রযোজ্য হবে? যদি হয় তাহলে এ থেকে বাচার উপায় কি? জাজাকাল্লাহ খায়ের। উত্তর টি ইমেইলে প্রদান করলে বেশি উপকৃত হবো।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। কোনভাবেই যদি তার আসল-পিতা মাতার নাম না জানা যায় তাহলে এখন তো আর কিছু করার নেই। ঐ সন্তান নিজের পরিচয় দেওয়ার সময় বলবে যে, আমার আসল পিতা-মাতার কোন পরিচয় আমি জানি না, এরা আমার পালক পিতা-মাতা। আর জাতীয় পরিচয়পত্রে যদি পিতা-মাতার নাম না লিখলে সমস্যা না হয় তাহলে লিখবে না আর যদি সমস্য হয় তাহলে অগত্যা জাতীয় পরিচয়পত্রে পালক পিতা-মাতার নামই লিখবে। সাধ্যের অতিরিক্ত তো আমরা কিছু করতে পারবো না। আশা করি আল্লাহ ক্ষমা করে দিবেন।