As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4312

হালাল হারাম

প্রকাশকাল: 19 Nov 2017

প্রশ্ন

আসসালামুআলাইকুম, সরকারি/বেসরকারি হাইস্কুলে সহশিক্ষা চালু রয়েছে এবং সেখানের অধিকাংশ মেয়েরাই পর্দা মেনে চলেনা। এই ক্ষেত্রে এইসকল শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করা কি জায়েজ হবে?এবং উপার্জন কি হালাল হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। একজন প্রকৃত মূমিন কখনো গুনাহের কোন পরিবেশকে নিজের কর্মস্থল বানাতে পারে না। সুতরাং যেখানে কাজ করলে গুনাহ হওয়া নিশ্চিত সেখানে কোন অজুহাতেই কাজ করা যাবে না।