As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4290

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 28 Oct 2017

প্রশ্ন

আস সালামু আলাইকুম। ১। আমার বাবা মার বয়স হয়েছে। তার পর ও সামান্য বিষয় নিয়েও তাদের মাঝে সারা দিন তর্ক বিতর্ক চলতেই থাকে। তাদের কে যত বুঝাই যে আপনাদের বয়স,শিক্ষা,মূল্যবোধ অনুযায়ী আপনারা যেভাবে ইদানিং চলছেন বা কথা বলেন সেটা ঠিক হচ্ছেনা। মানুষ জন খারাপ বলবে। আপনারা সাবধান হোন। কিন্তু তারা সাবধান তো হন ই নাই উল্টা কিছু দিন আগে তর্ক বিতর্কের এক পর্যায়ে গালি গালাজ করতে থাকেন তারা। এক সময় আব্বা গিয়ে আম্মুকে মার দেন। আমার সামনেই। আমার বয়স ২৭। এতে আমি রেগে যাই আর বলি যাদের এমন বড় একটা ছেলে আছে অথচ সে বুঝালে ও বুঝতে চান না তার সামনে ঝগড়া মারামারি গালাগালি করছন এভাবে মান সম্মান কি থাকে? এক পর্যায়ে ঝামেলা বাড়ে। আমার ছোট বোন এসে বলে আপনারা বাবা মা হলেও বাবা মা হিসেবে আপনাদের ভূমিকা কী? আপনারা কেউ ই ভাল না। সে সময়েও তর্ক করতে থাকে তারা। এক সময় আমি গালি দেই বাবা মা কে। এতে আব্বা আমাকে মারতে এলে আমি বলি আসেন মারতে। আমিও মারব। এই ঘটনায় আব্বা কষ্ট পায়। তবে এখন সব স্বাভাবিক। আমার ব্যবহারে আমার খারাপ লেগেছে। আমার কি করনীয়?
২। আমার আব্বা আম্মা রেগুলার নামাজ পড়েন না। তাদের কে বুঝালে অত সিরিয়াস হন না। মাঝে মাঝে অনেক বুঝালে হয়ত এক -দুই ওয়াক্ত পড়েন। কি করতে পারি?
৩। আমি অর্থনীতিক দিক দিয়ে খারাপ অবস্থা তে আছি। মাস্টার্স পাশ করে দেড় বছর যাব বেকার। আমাকে একটি দুয়া শিখিয়ে দিন যেন আল্লাহ দ্রুত আমাকে হালাল ও সম্মান জনক জীবিকার ব্যবস্থা করেন। আর আমার সব সমস্যার সমাধান এর জন্য ও একটি দুয়া বলে দিন। ৪। প্রায় ৪ বছর যাবত একটি মেয়ে কে পছন্দ করি। আমাদের ২ পরিবার ই জানে। আমরা চাইছিলাম কাবিন করে রাখতে। আর চাকরি পাবার পর বউ বাসায় আনতাম। তবে আমার মা বেকে বসে আছে। এখন কোন বিয়েই করা যাবেনা। আগে চাকরি হবে তারপর বিয়ের কথা তিনি ভাববেন। এদিকে মেয়েটিকেও ত বসিয়ে রাখবে না তাদের বাবা মা। তারা কাবিনে রাজি ছিল। আমার এখন কি করনীয়?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ১। আপনি আপনার পিতার কাছে ক্ষমা চেয়ে নিবেন। ২। বুঝানো ছাড় অন্য কোন কিছু করার নেই আপনার। ৩। অভাব মোচনের জন্য আপনি নিম্নের দুআ দুটি বিভিন্ন সময় পড়বেন। প্রথম দুআটি দু্ই সাজদার মাঝেও পড়বেন। ১। اللَّهُمَّ اغْفِرْ لِى وَارْحَمْنِى وَاهْدِنِى وَعَافِنِى وَارْزُقْنِى সহীহ মুসলিম, হাদীস নং ৭০২৫। رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ সূরা আল-বাকরা, আয়াত নং ২০১। ৪। পছন্দ করার অর্থ যদি কথিত অবৈধ প্রেম হয় তাহলে আপনি হারামের ভিতর আছেন। এই হারামে লিপ্ত হওয়ার কারণে এখন এই প্রশ্ন সামনে আসছে। আপনার মায়ের কথা মেনে চলাই আপনার জন্য ভালো মনে হচ্ছে। ঐ মেয়ের অন্য কোথাও বিয়ে হলেই ভালো। বাবা-মা রাজী না থাকলে সেই বিয়েতে শান্তি আসে না।