As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4288

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 26 Oct 2017

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমি অনেক দিন যাবত একটি ডিপ্রেশনে ভুগছি। হানাফি মাজহাবে শর্ত সাপেক্ষে বিয়ে হয়। এখন যদি শর্ত গুলা পূরন না হয় তাহলে কি সে বিয়ে হবে? আর আমি অনেক দিন যাবত বিয়ে করার প্রয়োজন বোধ করছি যাতে করে আমি কবিরাহ গুনাহ থেকে বেচে থাকতে পারি। কিন্তু আমার মা বলে ২-৩ বছরের আগে না। আর মূল কথা হচ্ছে আমার আগে একটা সম্পর্ক ছিলো যেটা নিয়ে অনেক ঝামেলা হয়েছে তাই আমার মা চাচ্ছে এখন বিয়ে হলে ঐ মেয়ের সাথেই আর নয়তো ২-৩ বছর পরে দেখা যাবে। কিন্তু ঐ মেয়ের বাবা দিতে রাজি না এখন। মেয়ের বাবা শর্ত দিছে আমার পড়া শেষে চাকুরি নিলে তখন দিবে আর সেটার জন্য আরো ৩-৪ বছরের প্রয়োজন। মেয়ে তার বাবা কে অনেক চেষ্ঠা করেছে রাজি করাতে পায়ে দরেছে কান্না করছে যে আমাদের এই পাপের সম্পর্ক হতে যাতে বিয়ে দিয়ে মুক্ত করে কিন্তু মেয়ের বাবা দিবেই না। এখন আমার প্রশ্নটি হচ্ছে আমি যতটুকু জানি অলি ছাড়া বিয়ে হবে না। এটার জানার পর ও কি আমি হানাফি মাজহাব অনুযায়ী যদি বিয়ে করে ফেলি তাহলে শর্ত সাপেক্ষে আমার বিয়ে জায়জ হবে? নাকি আমি গুনাহগারই হতে থাকবো? এবং আমি যদি আমার মা বাবা কে জানিয়ে অন্য কাউকে বিয়ে করে ফেলি পাপ মুক্ত থাকার জন্য তাহলে কি আমি পিতা মাতার অবাধ্য বলে গন্য হবো এবং ঐ গুনাহে গুনাহগার হবো? দয়া করে আমার সমস্যাটির সম্পূর্ন সমাধান দিবেন। অনেক সমস্য দেখা যায় প্রশ্ন করেও উত্তর পাওয়া যায় না। আশা করি আমি উত্তরটি পাবো কারন আমার সমস্যাটি খুবই জটিল আমার সমাধান দরকার।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি যদি জানেন, বিশ্বাস করেন এবং মানেন অলি ছাড়া মেয়েদের বিয়ে হয় না তাহলে শুধু এই মাসআলাতে হানাফী মাজহাব মানতে চাওয়ার উদ্দেশ্য হলো নফসের প্রবৃত্তি অনুস্বরণ করে নিজের খেয়াল খুশি মত শরীয়ত মানা। সুতরাং এটা আপনার জন্য জায়েজ হবে না। নিশ্চিত পাপে জড়িয়ে পড়ার আশঙ্কা দেখো দিলে বাবা-মাকে জানিয়ে অন্য কোথাও বিয়ে করলে আশা করি গুনাহ হবে না। কারণ এসময় আপনার পিতা-মাতার দায়িত্ব হলো আপনাকে সহযোগিতা করা, কিন্তু তারা সেটা করতে ব্যর্থ হচ্ছে।