As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4275

সালাত

প্রকাশকাল: 13 Oct 2017

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম মহতারাম, দুই জন ছেলে ফরয নামাজ জামায়েত করে পরলে কি, এক লাইনে দাঁড়াবে, না একটু আগে পিছে দাড়াতড়াবে?আল্লাহ আপনার নেক হায়াত দান করুক। ডঃ খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গী স্যার এর জন্য খারাপ লাগে,আল্লাহ তাকে জান্নাত দান করুক।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। যে নামায পড়াবে সে বাম পাশে দাড়াবে। একই লাইনে দাঁড়াবে।