As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4274

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 12 Oct 2017

প্রশ্ন

আস-সালামু আলাইকুম স্যার, ছোট বেলায় আমার বাবা মারা যান, ৮ বছর আগে আমার মা মারাগেছেন, আমি না বুজে তাদের সাথে অনেক অন্যায় করেছি, বিশেষ করে আমার মায়ের সাথে আমি অনেক সময় অ-ইচ্ছাকৃত অপরাধ করেছি, সয়তানের ধোকায় ও অন্যায় করেছি, এখন আমি অনুতপ্ত, আমি এখন তাদের জন্য কোন আমল বা দোয়া করলে উনারা কবরে শান্তি পাবেন, আমি খুবই অনুতপ্ত, আমার কাছে আমার মা আমার জান ছিলেন, আমার মায়ের জন্য সব সময় কান্না করি, আমার আল্লাহর কাছে একটাই চাওয়া আল্লাহ যেন আমার মা বাবাকে জান্নাত নসিব করেন. আমি কি করলে আমার মা বাবা আমার উপর খুশি হবেন

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি তাদের জন্য সর্বদা দুআ করবেন এবং যথাসম্ভব দান-সদকা করার চেষ্টা করবেন।