আস-সলমু আলাইকুম স্যার, আমার বিয়ে হয়েছে ৮ বছর চলছে, পারিবারিক ভাবে, আমার স্বামী অশিক্ষিত, বাংলা ও পড়েনি কোরআন পড়েনি, এবং খুবই মুরখ, আর গরিব, গরিব আল্লাহ করেছেন, কিন্ত সুন্নাহ বুজেনা, বিয়ের সময় দেন-মোহর ৫ লক্ষ টাকা উসল দারয্য করে বিয়ে হয় কিন্ত উনি আমাকে বিয়ের রাতে ৩শত টাকা দিয়ে মাফ চায় আমি উনাকে বুজিয়ে পারিনি, এখনও আমার দেন-মোহর পরিশোধ করেরনি, উনি বলেন বাপ দাদা বিয়ে করেছেন এই ভাবে এসব উনি মানেন না, আমি হাদীস বললে আমাকে বলেন আমি কমি, আগে নামাজ পড়তেন না এখন পড়েন. আমাকে গালা-গালি ও করেন মা বাবা তুলে, মাঝে মধ্য আমাকে মারেন, আর ও কিছু বিষয় আছে যা উনি করেন তা বলার মত নয়, খাওয়ার কুটা দেন. আমার সারে ৪ বছরের একটা মেয়ে ও আছে, উনি সুন্নাহ একদম বুজতে চায় না, কথায় কথায় বলে যে অন্য কারো কাছে চলে যা, তরে দিয়ে আমার চলবে না, মিথ্যা কথা বলেন ও কথা রাখেনা আমি খুবই অশান্তিতে আছি, আমি কি করব বুজতে পারছিনা