As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4272

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 10 Oct 2017

প্রশ্ন

আসসালামু আলাইকুম, মোহতেরাম আমার দাড়ি সেভড না করার কারনে নরম ও কোকড়ানো হয়ে থাকে সব সময় এবং আমার মুখে বিভিন্ন অংশে দাড়ি নেই আবার জামিতে দাড়ির পরিমান খুবই অল্প যা অন্যদের চোখে অস্বাভাবিক দেখালেও আমি এতে সন্তুষ্ট কারন আল্লাহ আমাকে এভাবেই সাজাচ্ছেন…আমার প্রশ্ন হচ্ছে মোহতেরাম 1-আমি কি দাড়ি স্ট্রেইট করে সোজা করে রাখতে পারবো(আমার নিয়ত লোক দেখানো না,নিজের কাছে সুন্দর লাগার জন্যে)2- দাড়ি বৃদ্ধীর জন্য কোন ঔষধ ব্যবহার করা যাবে কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি দাঁড়ি বৃদ্ধির জন্য ঔষুধ ব্যবহার করতে পারবেন, স্ট্রেইট করে সোজা করবেন না।