ওয়া আলাইকুমুস সালাম। আপনি যদি ৭৮ কিলো বা তার চেয়ে দূরে কোথাও যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তাহলে রাস্তায় ৪ রাকআত বিশিষ্ট ফরজ নামাযগুলো ২ রাকআত পড়বেন যদি একাকী পড়েন। আর যদি কোন মসজিদে মুক্তাদি হয়ে জামাতের সাথে পড়েন তাহলে পুরোটাই পড়বেন। ঐ দূরবর্তী স্থানে যদি ১৫ দিন বা তার চেয়ে বেশী থাকার ইচ্ছা করেন তাহলে ঐ জায়গাতে পুরো নামায আদায় করবেন, কসর করবেন না। অঅর যদি ১৫ দিনের কম থাকার ইচ্ছা করেন তাহলে একাকী নামায পড়লে চার রাকআত বিশিষ্ট ফরজ নামাযগুলো দুই রাকআত আদায় করবেন। স্থানীয় ইমামের পিছনে জামাতে নামায আদায় করলে সর্বদা পুরো নামায পড়বেন, ইমামের পিছনে কসর করা যাবে না।