As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4242

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 10 Sep 2017

প্রশ্ন

আসসালামু আলাইকুম, শায়খ,আমি অনার্সে অধ্যায়নরত। নফসে হারাম সম্পর্ক প্রবৃত্তির চিন্তা আসে। নিজেকে এই গুনাহ থেকে রক্ষার জন্য বিয়ের প্রয়োজনীয়তা অনুভব করছি। কিন্তু বাসায় বড় ভাই এর বিয়ের আগে নাকি আমার বিয়ের ব্যবস্থা করা সম্ভব নয়। এদিকে আমি মাঝেমধ্যে মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছি। কাউকে জানাতেও পারছি না। সুরা ফুরকানের ৭৪ নং আয়াতটি তাহাজ্জুদ আর ফরজ নামাজের পর পড়ার চেষ্টা করি। এ ছাড়া আমার আর কি করা উচিত তাড়াতাড়ি আল্লাহ যেন বিয়ের ব্যবস্থা করে দেন। যদি একটু বলে দিতেন উপকার হতো। জাযাকাল্লাহু খাইরান

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। নষ্ট সমাজের চক্রান্তের ভিতর আপনি পড়ে গেছেন। সামর্থ্য থাকলে অবশ্যই আপনি বড় ভাইয়ের আগে বিয়ে করতে পারেন। তাদের মানসিকতা আপনাকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে। আপনি উক্ত দুআটি পড়বেন এবং নিজের ভাষায় নামাযের পর দুআ করবেন। আর সব ধরণের লজ্জা ত্যাগ করে এখনই আপনার বিয়ে করা উচিত। লজ্জার কারণে যদি গুনাহে জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে তাহলে ঐ লজ্জা ত্যাগ করা আবশ্যক। আমরা আপনার জন্য দুআ করি আল্লাহ আপনার সমস্যা দূর করে দিন।