As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4233

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 1 Sep 2017

প্রশ্ন

আসসালামুআলাইকুম শায়েখ আমি একজন ছাত্র আমার বয়স ২৪ বছর। আমি আমার এক খালত বোনকে তার কিছু ভাল গুন ও তাকে দীর্ঘদিন চেনার কারনে তাকে আমি ভালবেশে ফেলি সে ও আমাকে ভালবাশে আমাদের মধ্যে শুধু অনলাইনে বার্তা আদান-প্রদান হয় কিন্তু বিষয় টা হারাম জানার কারনে আমারা তারথেকে বিরত থাকার চেষ্টা করি কিন্তু আমরা একে অপরকে ভুলে থাকতে পারতেছি না আবার বার্তা আদান-প্রদান শুরুকরি। এমন অবস্থায় আমাদের কি করনিয়? আমার লেখাপড়া শেষ না হওয়ার কারনে আমি তাকে বিবাহ করতে পারতেছিনা। আমার লেখাপড়া শেষ করতে আরো 2 বছর লাগবে।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আল্লাহ তায়ালা কুরআনে এই ধরণের যে কোন সম্পর্ক করতে নিষেধ করেছেন। এটা জাহান্নামে যাওয়ার মত গুনাহ। জাহান্নামের আগুনের ভয় করে আপনাদের এই সম্পর্ক থেকে বিরত থাকতে হবে। আর আপনারা যেহেতু খালাতে ভাই-বোন তাহলে তো আপনারা এখনই বাড়িতে বলে বিয়ে করে নিতে পারেন। বিয়ের পর যে যার অবস্থানে থেকে পড়াশোনা করবেন, আত্নীয়তার সম্পর্কের কারণে এটা আপনাদের জন্য খুবই সহজ বলে আমার মনে হয়।