As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4229

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 28 Aug 2017

প্রশ্ন

স্বামী মারা গেলে কি নতুন কাপড় পড়া যাবে, আমাদের এলাকায় প্রচলন আছে যে ৪ দিনের দিন যার স্বামী মারা গেসে তাকে গোসল করিয়ে নতুন কাপড় পরানো হয়, এই নিয়ম টা কি সঠিক, আর যদি সঠিক না হয় তাহলে সে কতদিন পর নতুন কাপড় পরতে পারবে… স্বামী মারা গেলে স্ত্রীর করনীয় কি, যদি বিস্তারিত জানাতেন তাহলে ভালো হত …

উত্তর

না, ৪ দিনের দিন নতুর কাপড় পরানো এই প্রচলন সঠিক নয়, এটা কুসংস্কার। স্বামী মারা যাওয়ার পর ৪ মাস ১০ দিন স্ত্রী ইদ্দত পালন করবে। ইদ্দত পালনের অর্থ হলো, সে স্বামীর বাড়িতে অবস্থান করবে, বিনা প্রয়োজনে ঘরের বাইরে যাবে না, অতিরিক্ত সাজ-সজ্জা করবে না।