As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4205

আকীকা

প্রকাশকাল: 4 Aug 2017

প্রশ্ন

আসসালামুআলাইকুম, গরুর ২ অংশের মাধ্যমে আকিকা করা যাবে? এবং কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আকীকা ও কুরবানী আলাদা আলাদা করবেন। জন্মের সপ্তম দিনে ছোট পশু (যেমন, ছাগল, ভেড়া) দিয়ে আকীকা দিবেন। আর কুরবানী কুরবানীর ঈদের দিনে দিবেন। দুটো একসাথে করা সুন্নাত নয়। তবে আলেমদের একাংশ এক পশু দিয়ে কুরবানী ও আকীকা দেয়াকে বৈধ বলেছেন।