As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4167

অর্থনৈতিক

প্রকাশকাল: 27 Jun 2017

প্রশ্ন

হে পবিত্র জুমার দিন আপনার কাছে অনুরোধ করছি,আমাদের ক্ষমা করে করোনা মহামারী থেকে মুক্ত দিন। আমিন। বিদ্রঃএকজন আলেম এই ভাবে নিজের ফেজবুকে লিখেছে। এই ভাবে ক্ষমা চাওয়া যাবে কি?না কি শিরক করা হবে আল্লাহর সাথে?

উত্তর

জুমার দিন ক্ষমা করার মালিক নন, ক্ষমা করার মালিক আল্লাহ তায়ালা। কোন আলেম কেন, কোন সাধারণ মানুষও এভাবে ক্ষমা চাইতে পারে না, হয়তো তিনি লিখতে গিয়ে অনিচ্ছাকৃত ভুল করে ফেলেছেন। আপনি তাকে জিজ্ঞাসা করুন যে, আপনি আসলে কী লিখতে চেয়েছেন?