আসসালামুআলাইকুম। আমি একটা বিষয় নিয়ে খুবই চিন্তিত যার জন্য ক্যারিয়ার সম্পর্কে
সিদ্ধান্ত নিতে পারছি না। দয়া করে আমার প্রশ্নের উত্তরটি দিবেন। আমার প্রশ্ন হচ্ছে আমি যদি এন্ড্রয়েড অ্যাপ তৈরি করি যার মাধ্যমে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান হালাল কোন পন্য বিক্রি করবে কিন্তু পরবর্তীতে সে অতিরিক্ত ইনকাম এর জন্য অ্যাপে এড যুক্ত করে(যেহেতু এড এ কিছু হারাম পন্য বা মেয়েদের ছবি দেখাতে পারে)। এখন আমি অ্যাপ তৈরি করে পারিশ্রমিক নিলে কি তা আমার জন্য হারাম হবে। আর যদি কোন এপ ডেভেলপ করি তাতে সবই ঠিক আছে কিন্তু তাতে যদি মেয়েদের ২-১ টি ছবি থাকে তাহলে সে অ্যাপ ডেভেলপ করা কি আমার জন্য হারাম হবে