As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4083

সালাত

প্রকাশকাল: 4 Apr 2017

প্রশ্ন

ফযরের নামাজে সুন্নাতে দাড়ানোর পরে অথবা সুন্নাত ১ রাকায়াত পড়ার পরে যদি ইমাম সাহেব নামাজে দাড়িয়ে যায়,তব্র কি ঐ মূহুর্তে সুন্নাত ছেড়ে দিতে হবে নাকি সুন্নাত শেষ করে জামাতে শামিল হবে?বিস্তারিত জানাবেন প্লিজ!!

উত্তর

২ রাকআত শেষ করে সালাম ফিরিয়ে জামাতে শরীক হবেন। আর মসজিদে এসে সুন্নাত শুরু করার আগে সময় দেখে নেয়া উচিৎ। যাতে এ সমস্যা না হয়।