ওয়া আলাইকুমুস সালাম। হ্যাঁ, বিতিরসহ রাতের সকল সুন্নাত-নফল নামায একাকী পড়লেও কুরআন আওয়াজ করে তেলাওয়াত করা যায়। الَ: قُلْتُ لَهَا: كَيْفَ كَانَتْ قِرَاءَةُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ اللَّيْلِ، أَيَجْهَرُ أَمْ يُسِرُّ؟ قَالَتْ: كُلَّ ذَلِكَ قَدْ كَانَ يَفْعَلُ، رُبَّمَا جَهَرَ، وَرُبَّمَا أَسَرَّ
সাহাবী আব্দুল্লাহ ইবনে আবী কায়েস বলেন, আমি আয়েশাকে জিজ্ঞাসা করলান, রাসূলুল্লাহ সা. এর রাতের তেলাওয়াত কেমন ছিল? জোরে না আস্তে? তিনি বললেন, সব রকমই করতেন, কখনো জোরে, কখনো আস্তে। সহীহ ইবনে খুজায়মা, হাদীস নং ১১৬০। হাদীসটি সনদ সহীহ। ২। ফরজ হলো মুখের সমস্ত অংশ ভাল ভাবে ধৌত করতে হবে, সেখানে যতবারই মুখে পানি দেয়া লাগে ততবারই দিতে হবে। তবে সাধারণত তিন বার ধৌত করলে মুখ ভালোভাবে ধোয়া হয়ে যায়, তাই ৩ বার সুন্নাত। ৩ বারে পরিপূর্ণ ধোয়া না হরে যতবার প্রয়োজন ততবার ধুতে হবে।