As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4001

সালাত

প্রকাশকাল: 12 Jan 2017

প্রশ্ন

আসসালামু আলাইকুম। ১। যখন আমি একাকী বিতরের নামাজ পড়ি,তখন কি তিলাওয়াত আওয়াজ করে পড়া যাবে?
২। অযুর সময় প্রত্যেক অঙ্গ তিনবার ধৌত করা কি সুন্নত? (ফেসবুকে একজনের কমেন্টে দেখেছি)
আবার ইউসুফ বিন আব্দুর রাজ্জাকে স্যারের লেকচারে শুনেছিলাম মুখের সমস্ত অংশ ভাল ভাবে ধৌত করতে হবে সেখানে যতবারই মুখে পানি দেয়া লাগে ততবারই দিতে হবে
এই ব্যাপারে আমাকে একটু বুঝিয়ে বলবেন!
জাজাকাল্লাহ খইরন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। হ্যাঁ, বিতিরসহ রাতের সকল সুন্নাত-নফল নামায একাকী পড়লেও কুরআন আওয়াজ করে তেলাওয়াত করা যায়। الَ: قُلْتُ لَهَا: كَيْفَ كَانَتْ قِرَاءَةُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ اللَّيْلِ، أَيَجْهَرُ أَمْ يُسِرُّ؟ قَالَتْ: كُلَّ ذَلِكَ قَدْ كَانَ يَفْعَلُ، رُبَّمَا جَهَرَ، وَرُبَّمَا أَسَرَّ সাহাবী আব্দুল্লাহ ইবনে আবী কায়েস বলেন, আমি আয়েশাকে জিজ্ঞাসা করলান, রাসূলুল্লাহ সা. এর রাতের তেলাওয়াত কেমন ছিল? জোরে না আস্তে? তিনি বললেন, সব রকমই করতেন, কখনো জোরে, কখনো আস্তে। সহীহ ইবনে খুজায়মা, হাদীস নং ১১৬০। হাদীসটি সনদ সহীহ। ২। ফরজ হলো মুখের সমস্ত অংশ ভাল ভাবে ধৌত করতে হবে, সেখানে যতবারই মুখে পানি দেয়া লাগে ততবারই দিতে হবে। তবে সাধারণত তিন বার ধৌত করলে মুখ ভালোভাবে ধোয়া হয়ে যায়, তাই ৩ বার সুন্নাত। ৩ বারে পরিপূর্ণ ধোয়া না হরে যতবার প্রয়োজন ততবার ধুতে হবে।