ওয়ারিশ সম্পত্তি বন্টন সংক্রান্ত:
আলহামদুলিল্লাহ। আমরা চার ভাই দুই বোন। শরীয় মোতাবেক বাবার রেখে যাওয়া (ঊনি শরীয়ত মোতাবেক কোন অচিয়ত করেন নাই) নিম্নোক্ত সম্পত্তি বন্টন করুন:
গ্রামের মূল বসতবাড়ি, (যেখানে চার যুগ আমরা এখন ভাইবোন কেউই থাকি না)। ক) মোট বসতভিটার জমির পরিমাণ-২০ শতক। খ) বসতবাড়ির ভিতরের পুকুর- ১০ শতক। গ) বসতবাড়ি সংলগ্ন জমির পরিমাণ-৩০ শতক। গ) মাঠে ফসলি জমির পরিমাণ ৭২ শতক। ঘ) এজমালি পুকুরের অংশ ২০ শতক। উল্লিখিত সম্পত্তির বন্টন নামা করার জন্য অনুরোধ করছি। *** ক) ও খ) বসতবাড়ির উপর শরীয়ত মোতাবেক বোনেরা কোন অংশ পাবে কিনা?
আল্লাহ্ সুবহানাহু তায়ালার হুকুম অনুযায়ী সমাধান দেওয়ার জন্য অনুরোধ করছি। যাজাকাল্লাহু খাইরান।