আসসালামু আলাইকুম… আমার একটা বাচ্চা আছে ৪ মাসের। সে দুধ ছাড়া অন্যকিছু খায়না। সে কোলে থাকার সময় মাঝে মাঝে পেশাব করে। তখন পেশাবের কিছু অংশ যদি কোথাও লাগে, তাহলে ঐ অংশটুকু যদি ভেজা কাপড় দিয়ে ভাল করে ৩ বার মুছে নেই তাতে কি নামাজ হবে? নাকি গোসল বা অন্য কোন নিয়ম আছে?