As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3963

ইতিহাস

প্রকাশকাল: 5 Dec 2016

প্রশ্ন

আসসালামু আলায়কুম ওয়া রাহমাতুল্লাহ,
আমি আপনাদের সাহায্য কামনা করি এক ভাইয়ের একটি সংশয় এর নিরসনের জন্য। সেই ভাইটির প্রশ্ন হলো, আমাদের ৪ জন খলিফার মধ্যে কেবল একজন বাদে বাকি সবাই নিহত হয়েছে, অর্থাৎ তাই আমরা মুসলিম হিসেবে বর্বর। ভাইটি ইসলাম বিদ্দেষী না, হয়ত কোথাও কোনো লেখা পড়েছে এবং অজ্ঞতার কারনে এমন ধারনা পোষন করেছে। এই বিষয়ে সেই ভাইয়ের জন্য কিছু ব্যাখ্যা চাই।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। বর্তমানে আমাদের দেশের মুসলিম নামধারীদের হাতে প্রতিদিন বহু মানুষ নিহত হয়। এর জন্য কী ইসলামকে দায়ী করা যায়? না, মোটেও না। কোরআন তো বলেছে নিরপরাধ একজন ব্যক্তিকে হত্যা করা মানে পুরো দুনিয়ারা মানুষকে হত্যা করা। হযরত উমার রা.কে হত্যা করেছে অমুসলিম এক ব্যক্তি। অন্যদের যারা হত্যা করেছে তার মুসলিম নামধারী জালেম। তাদের দায়-দায়িত্ব কিছুতেই ইসলাম বা প্রকৃত মুসলিমদের উপরে চালানো যাবে না। কুরআন-হাদীস থেকে এবং ইসলাম পালনকারী ব্যক্তিদের থেকে ইসলামকে বুঝতে হবে, কোন ফাসেক থেকে ইসলাম বুঝা যাবে না।