As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3940

হালাল হারাম

প্রকাশকাল: 12 Nov 2016

প্রশ্ন

আমি নাটোর পল্লীবিদ্যুৎ সমিতিতে সহকারী জেনারেল ম্যানেজার (অর্থ/ হিসাব) পদে কর্মরত আছি। অর্থ বিভাগের প্রধান হওয়ায় বিদ্যুৎ বিলের টাকা বাংকে জমা, পাওনাদারদের টাকা পরিশোধে চেক ইস্যু করা, এবং বিভিন্ন তহবিলের জন্য ব্যাংকে স্থায়ী আমানতে টাকা রাখতে হয়। তহবিলে জমা টাকার উপর ব্যাংক সুদ দিয়ে থাকে। ব্যাংক হিসাব সূমহ আমার এবং জি এম স্যারের স্বাক্ষরে পরিচালিত হয়। আমার প্রশ্ন হলো আমি কি সুদের সাথে জড়িত যে ১০ ব্যাক্তির উপর আল্লাহ এবং তার রসূল (সঃ) এর লানত রয়েছে তাদের মধ্যে পড়ি? আমার বেতন কি হালাল? কুরআন ও সহিহ হাদিসের আলোকে জবাব দিলে উপকৃত হতাম।

উত্তর

আপনাদের প্রতিষ্ঠান সুদভিত্তিক কোন আর্থিক প্রতিষ্ঠান নয়। সমস্যা যেটুকু হচ্ছে আপনাদের কোম্পানীর উপার্জনের মধ্য কিছু সুদের টাকা চলে আসছে। এই জন্য কোম্পানীর মালিক পক্ষ বা সরকার দায়ী থাকবে, আপনারা বা যারা চাকুরী করছেন তারা নয়। সুতরাং আপনাদের বেতন হালাল হবে, চাকুরী করা বৈধ হবে।