As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3915

ত্বহারাত পবিত্রতা

প্রকাশকাল: 18 Oct 2016

প্রশ্ন

আসসালামু আলাইকুম, মাটিতে যে পানি পড়ে সেখান থেকে গায়ে পানির ছিটা পড়লে কি না পাক হয়ে যাবে? কারণ টয়লেট বা কোন স্থান থেকে এসে আমরা মাটিতে পা দেওয়ার সেখান থেকে যদি পানির ছিটা আসে? রাস্তা ঘাটে অনেক জায়গায় থেকে তো পানির ছিটা আসে

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। মাটি পবিত্র। সুতরাং মাটির পানির ছিটা শরীরে লাগলে অপবিত্র হবেন না। যদি নিশ্চিত জানেন যে, মাটিতে অবিত্র কিছু আছে, সেই স্থানের পানির ছিটা কেবল নাপাকির কারণ। অনথ্যায় মাটি সর্বাবস্থায় পবিত্র।