As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3910

যিকির দুআ আমল

প্রকাশকাল: 13 Oct 2016

প্রশ্ন

আমি এক জন প্রবাশি মালয়েশিয়া থাকি। এখানে সরকার দুই বছরের অধিক সময় ধরে অবৈধ শ্রমিকদের বৈধ হওয়ার সুযোগ দিয়েছিল। আমিও সেখানে নিবন্ধন করেছিলাম। কিন্তু কম্পানির কি ভুলের কারনে আমাদের কম্পানিকে ইমিগ্রেশন বিভাগ থেকে ব্লাক লিস্ট করেছে তাই ভিসা পাইনি। আমরা টাকা পয়সাও জমা দিয়েছিলাম। এখন অবৈধ হয়ে খুব বিপদে আছি। আমি নামায পড়ি এবং নিয়মিত তাহাজ্জত পড়েও আল্লাহর কাছে দোয়া করি যাতে কম্পানির ব্লাক লিস্ট টা কাটে এবং আমরা ভিসা পেয়ে বৈধ হতে পারি। কিন্তু কিছুতেই তো কাজ হচ্ছে না। আপনাদের কাছে অনুরোধ এই বিপদ থেকে বাচার জন্য যদি বিশেষ কোন মাসনুন দোয়া তাহাজ্জুতের সেজদাতে করলে যদি আল্লাহ বিপদ থেকে আমাকে বাচায় এমন কিছু মাসনুন দোয়া শিখিয়ে দিতেন খুব উপকার হত। আমি রাহে বেলায়াত বইটা পিডিএফ ডাউনলোড করেছি। দয়া করে এখানে কোন দোয়া থাকলে মার্ক করে দিবেন

উত্তর

জিকিরগুলো। এগুলো তাহাজ্জুদের সাজদাতে এবং অন্যান্য সময় পাঠ করবেন।