As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3877

অর্থনৈতিক

প্রকাশকাল: 10 Sep 2016

প্রশ্ন

আমার একটা বিষয় নিয়ে একটু দ্বিধা ছিল। হুজুর যদি আমাকে ক্লিয়ার করতেন আমি উপকৃত হতাম এবং আপনার নিকট কৃতজ্ঞ হতাম। প্রশ্ন : ১) সিজদায় কি আমি যে কোন দোয়া করতে পারি কিনা? নিদির্ষ্ট কোন দোয়া ই করতে হবে
এমন কোন বাধ্যবাধকতা কি আছে?
যদি আমি দুই সিজদার মাঝে রাব্বিগফিরলী পড়ি,
আর সিজদাতে সুবহানা রাব্বিআল আলা ছাড়া
অতি :রিক্ত দোয়া হিসেবে
আল্লাহুম্মাগফিরলী ওয়ারহামনি…..
এই দোয়াটি পড়ি তাতে কি কোন সমস্যা হবে কি না?
২) দুই সিজদার মাঝে দুইটির যে কোন একটি দোয়া পড়লে হবে কিনা?
রাব্বিগফিরলী এবং আল্লাহুম্মাগফিরলী, ওয়ারহামনি…..
যে কোন একটি পড়লে হবে কি না?
৩) আল্লাহ হুম্মা সাল্লিআলা সাইয়্যিদিনা মোহাম্মদীন উসিলাতি, ইলাকা ওয়ালিহি ওয়া সাল্লিম। এটি জায়েজ দুরুদ শরীফ কিনা?
আমার পরিচিত একজন বলছে
এই দুরুদ শরীফ নিয়ে নাকি প্রশ্ন আছে।

উত্তর

ওয়াআলাইকুমুস সালাম। ১। কুুরআন ও হাদীসে বর্ণিত যে কোন দুআ আপনি সাজদাতে পড়তে পারবেন। ২। হ্যাঁ, যে কোন একটি পড়লেই হবে। ৩। উসিলাতি ইলাকা এইটুকু বাদ দিয়ে পড়বেন।