As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3838

রোজা

প্রকাশকাল: 2 Aug 2016

প্রশ্ন

আসসালামু আলাইকুম। । । । আমার প্রশ্ন হল কেউ যদি রোযা থাকা অবস্থায় অশ্লীল ভিডিও দেখে এবং তার লিঙ্গ দিয়ে পানি জাতীয় হালকা আঠালো পদার্থ বের হয় (বীর্য নয়),সেটা যদি হস্তমৈথুন ছাড়া বের হয় অর্থাৎ ভিডিও দেখে এমনিতেই উত্তেজনাবসত বের হয় তবে কি রোযা নষ্ট হবে?জানাবেন,প্লিজ। । । । । ।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। রোজা নষ্ট হবে না তবে এসব দেখা থেকে সর্বাবস্থায় বিরত থাকা অত্যন্ত জরুরী।