একটা মাসায়ালা জানতে চাই। জামাতে নামাজের সময় কি কাতারের সংযোগ জরুরি? যদি কাতারের সংযোগ না তাকলে নামাজ হবে কিনা? মানে একটা রুমে জামাতে নামাজ পড়তেছে। পাশে রুমে কিছু লোকজন এই জামাতে অংশ নিয়েছে। এই লোকজন এর যাও আসার কারনে ২ রুমের মধ্যে কাতারের সংযোগ নাই ২/৩ হাত ফাঁক থেকে যায়। এখন কি পাশে রুমের লোকজনের নামাজ হবে