As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3822

সালাত

প্রকাশকাল: 17 Jul 2016

প্রশ্ন

একটা মাসায়ালা জানতে চাই। জামাতে নামাজের সময় কি কাতারের সংযোগ জরুরি? যদি কাতারের সংযোগ না তাকলে নামাজ হবে কিনা? মানে একটা রুমে জামাতে নামাজ পড়তেছে। পাশে রুমে কিছু লোকজন এই জামাতে অংশ নিয়েছে। এই লোকজন এর যাও আসার কারনে ২ রুমের মধ্যে কাতারের সংযোগ নাই ২/৩ হাত ফাঁক থেকে যায়। এখন কি পাশে রুমের লোকজনের নামাজ হবে

উত্তর

স্বাভাবিক অবস্থায় কাতারের সংযোগ অত্যন্ত জরুরী। তবে কোন প্রয়োজনের কারণে সংযোগ না থাকলে আশা কিরি সমস্যা হবে না।