প্রশ্ন-১। নামাযে সালাম ফিরানোর পর ৩ বার আস্তাগফিরুল্লাহ বলা কি ফরয়, সুন্নত, নফল নামযের সালাম ফিরানোর পর পড়া সুন্নাহ? নাকি শুধু ফরয নামাযের পর?
প্রশ্ন-২। আস্তাগফিরুল্লাাহ পড়ার পর আল্লাহুম্মা আনতাস সালাম, ওয়া মিনকাস সালাম, তাবারকতা ইয়াজাল জালালি ওয়াল ইকরাম। বলা কি সব ফরয়, সুন্নত, নফল নামাযের সালাম এর পর পড়া সুন্নাহ? নাকি শুধু ফরয নামাযের পর?