As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3816

যিকির দুআ আমল

প্রকাশকাল: 11 Jul 2016

প্রশ্ন

প্রশ্ন-১। নামাযে সালাম ফিরানোর পর ৩ বার আস্তাগফিরুল্লাহ বলা কি ফরয়, সুন্নত, নফল নামযের সালাম ফিরানোর পর পড়া সুন্নাহ? নাকি শুধু ফরয নামাযের পর?
প্রশ্ন-২। আস্তাগফিরুল্লাাহ পড়ার পর আল্লাহুম্মা আনতাস সালাম, ওয়া মিনকাস সালাম, তাবারকতা ইয়াজাল জালালি ওয়াল ইকরাম। বলা কি সব ফরয়, সুন্নত, নফল নামাযের সালাম এর পর পড়া সুন্নাহ? নাকি শুধু ফরয নামাযের পর?

উত্তর

প্রশ্নে উল্লেখিত ২টি যিকিরই শুধু ফরজ নামাযের পর পড়া সুন্নাত।