As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3677

অর্থনৈতিক

প্রকাশকাল: 23 Feb 2016

প্রশ্ন

আসসালামু আলাইকুম, সুরা ফাতিহা পড়া ওয়াজিব। আবার সুরা ফাতিহার পর অন্য সুরা মিলানো ওয়াজিব। আবার ক্বিরাত পড়া ফরয। প্রশ্ন হল যদি সুরা ফাতিহার পর ভুলে অন্য সুরা না মিলাই, সাহু সিজদা দিয়ে নামাজ শেষ করলে কি ফরজ ক্বিরাত আদায় হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। হ্যাঁ, শুধু সূরা ফাতিহা পড়লেই ফরজ ক্বিরাত আদায় হয়ে যাবে।