As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3676

হালাল হারাম

প্রকাশকাল: 22 Feb 2016

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার, বিল্ডিং ডিজাইন নিয়ে কাজ করি। অনেক সময় ৩য় পক্ষের মাধ্যমে কাজ পাই । যে আমকে কাজের জন্যে যোগাযোগ করে দেয় সে কিছু % টাকা দাবি করে। তাকে কি এই টাকা দেওয়া জায়েজ হবে। সে কিন্ত এখানে কোন কাজ করবে না। শুধু যোগাযোগ এর মাধ্যম। জানলে উপকৃত হব।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। তৃতীয় পক্ষকে টাকা দেয়া জায়েজ হবে। কারণ সে মূলত আপনার উকিল হয়ে কাজ সংগ্র করছে। আপনি তাকে পারিশ্রমিক হিসেবে টাকা দিতে পারবেন।