As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3622

ঈদ কুরবানী

প্রকাশকাল: 30 Dec 2015

প্রশ্ন

আসসালামু অলাইকু। আমার একটি প্রশ্ন, আমার এক ভায়ের একটি ছাগল কুরবানী রাখছিলেন কিন্তু ছাগলটির একটা বদ অবভাস ছিল তার নিজের প্রসাব নিজেই খেতো এই দেখে আমার ভাই ছাগলটা বিক্রি করে দেয় এখন আমাদের গ্রামের এক হুজুর বলে তুমি বিক্রি করে ভুল করেছ এখন একটি ছাগলের বদলে দুটি ছাগল কুরবানী দিতে হবে, আসলে মাসালা কি হবে দয়া করে বলবেন

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, দুটি দেয়া লাগবে না, একটা দিলেই হবে। দুটি দেয়া লাগবে, এটা সম্পূর্ণ ভুল কথা।