As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3621

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 29 Dec 2015

প্রশ্ন

আসসালামু আলাইকুম। বিয়েতে ভিডিও করা,গায়ে হলুদের অনুষ্ঠান করা জায়েজ কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। পর্দা ফরজ বিধান। বিয়েতে ভিডিও করলে মারাত্নক পর্দার সমস্যা হতে পারে। কারণ ঐ ভিডিও পরবর্তীতে এমন অনেকে দেখতে পারে যাদের ঐ ভিডিওর ভিতরে থাকা অনেককে দেখা জায়েজ নেই। সুতরাং এই অনর্থক কাজ পরিহার করা আবশ্যক। গায়ে কাঁচা হলুদ লাগানো স্বাস্থের জন্য উপকারী। কিন্তু বিয়েতে গায়ে হলুদ লাগানোর অনুষ্ঠান করা পর্দাহীনতার অন্যতম কারণ এবং সাহাবী-তাবেয়ীদের থেকে বিয়েতে এই ধরণের অনুষ্ঠানের কোন অস্তিত্ব নেই। সুতরাং এই অনুষ্ঠানও পরিত্যাগ করা আবশ্যক।