As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3598

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 6 Dec 2015

প্রশ্ন

আসসালামু আলাইকুম, চিরকুমার থাকার বিষয়ে ইসলাম কি বলে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। শারীরিক সক্ষমতা এবং আর্থিক সচ্ছলতা যদি থাকে তাহলে চিরকুমার থাকার সুযোগ নেই, অবশ্যই বিবাহ করা উচিত। রাসূলুল্লাহ সা. বলেছেন,। النكاح من سنتي، فمن لم يعمل بسنتي فليس مني، বিবাহ আমার সুন্নাত, যে আমার সুন্নাত অনুযায়ী আমল করবে না, সে আমার উম্মত নয়। সুনানু ইবনু মাজাহ, হাদীস নং১৮৪৬। হাদীসটি হাসান