As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3579

সালাত

প্রকাশকাল: 17 Nov 2015

প্রশ্ন

আসসালামু আলাইকুম,মুহতারাম আমার প্রশ্ন হচ্ছে জামাতে নামাজ আদায় করার সময় সিজদাতে বাংলায় দোয়া করা যাবে কিনা?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জামাতে নামাযের সময় তো সিজদার সময় খুব অল্প সময় পাওয়া যায় তাই এই সময় ছোট কোন আরবী দুআ পড়বেন। ব্যাপকভাবে যে দুআটা পড়া হয় সেটা পড়াই বেশী ভাল বলে মনে হয়। সুন্নাত নামাযের মধ্যেও আরবীতেই কুরআন ও হাদীসে বর্ণিত দুআ করা করবেন। তবে আরবী দুআ মুখস্ত হওয়ার আগ পর্যন্ত বাংলাতে করতে পারেন।