আসসালামু আলাইকুম, আমার প্রশ্ন হচ্ছে আমি একজান সাধারণ নামাজি ব্যক্তি, আমি হানাফি মাজহাব অনুসরণ করি, স্যার ড. আব্দুল্লাজাহাঙ্গীর এর পুস্তক পরে জানতে পারছি যে, প্রচলিত হানাফি মাজহাবে অনেক ভুল আছে, এমতাবস্থায় আমি একজন সাধারণ মুসুল্লি হয়ে, নিজ গবেষনায় এসব ভুল সংশোধন করে আমল করা ঠিক হবে কি?