As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3548

অর্থনৈতিক

প্রকাশকাল: 17 Oct 2015

প্রশ্ন

আসসালামুআলাইকুম, ১. নামাযের নিয়ত কিভাবে করব? আল্লাহু আকবার বলার আগে কি মনে মনে নিয়ত করতে হবে, আল্লাহু আকবার বলে নামায শুরু করে দিব। ২. আমি কোন কারণে যদি যোহরের নামায পড়তে না পাড়ি এবং ওয়াক্ত শেষ হয়ে যায় তবে আসরের ওয়াক্তে কি শুধু আসর পড়তে হবে নাকি যোহর পড়ে মানে যোহরের কাযা পড়ে আসর পড়তে হবে।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আল্লাহু আকবার বলে নামায শুরু করারা আগেই মনের ভিতর কোন ওয়াক্তের কী নামায আদায় করছেন তা নিয়ে আসতে হবে। এটাই নিয়ত। মুখে বলার প্রয়োজন নেই। ২। যদি জামাতে আসরের নামায আদায় করেন, আর জামাত শুরু হওয়ার আগে সময় থাকে তাহলে জুহরের নামায আদায় করে নিবেন, আর যদি সময় না থাকে আসরের পর জুহরের নামায আদায় করবেন। একাকী যদি আসরের নামায আদায় করেন তাহলে আগে যুহরের নামায পড়ে তাহলে আসরের নামায আদায় করবেন।