As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3545

হাদীস

প্রকাশকাল: 14 Oct 2015

প্রশ্ন

৪ টা কাজ একটা মেয়ে করলে জান্নাতের ৮ টা দরজা খুলে দেওয়া হবে। ১) ফরজ সলাত ২) ফরজ সিয়াম ৩) পর্দা ৪) স্বামীর আনুগত্য করবে। এই হাদিস টা কোন গ্রন্থের এবং কত নাম্বার তা জানালে উপকৃত হতাম। জাজাকাল্লাহ খাইরান।

উত্তর

এটি একটি হাসান হাদীস। হাদীসটির আরবী পাঠ হলো عن أبي هريرة قال : قال رسول الله صلى الله عليه و سلم : إذا صلت المرأة خمسها وصامت شهرها وحصنت فرجها وأطاعت بعلها دخلت من أي أبواب الجنة شاءت । সহীহ ইবনে হিব্বান, হাদীস নং ৭৪৮০