আসসালামু আলাইকুম, আমার একটা সমস্যা হয়েছে যার ইসলামিক সমাধান চাচ্ছি। উত্তর জানতে পারলে খুশি হব। আমার একজনের সাথে সম্পর্ক দীর্ঘ ৮বছর। তার সাথে আমার যিনায় অনেক বার লিপ্ত হয়ে পরেছি। এখন সেও নিজেকে অপরাদ বোধ মনে করছে আমিও অপরাদ বোধ করছি। আর আমারা এখনো দুজন দুজনকে খুব ভালোবাসি। এখন আমি তাকে আর সে আমাকে বিয়ে করতে চাচ্ছি। এখন আমার বাবা মা মেনে নিচ্ছে না। কারন আমার এক আত্মীয় তার পরিবার নিয়ে মিথ্যা গুজব করে। কিন্তু তার পরিবার ৫০% রাজি। এখন আমার ৩টি প্রশ্ন
১) যার সাথে যিনা করেছি তার সাথে বিয়ে করলে কি আল্লাহ আমাদের মাফ করে দিবে? আর তাকে না বিয়ে অন্য কে বিয়ে করলে কি জাহান্নামি হবো? কি করলে যিনা পাপ থেকে মুক্তি পাবো?
২) আমি যাকে পচ্ছন্দ করি, যাকে বিয়ে করতে চাই তাকে আমার পরিবার পচ্ছন্দ করে না। কিন্তু তাট পরিবার রাজী। এখন আমার পরিবার ছাড়া তার পরিবার থাকলে আমাদের বিয়ে কি হালাল হবে? মানে বিয়েতে যে কোনো এক পরিবার রাজি থাকলে বিয়ে হালাল হবে?
৩) যদি দুই পরিবারের অমতে বিয়ে করি পরে পরিবার মেনে নিল কিন্তু ২য় বার বিয়ে না করলাম সেটা কি হালাল হবে?
উত্তর জানালে উপকার হতো।