As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3511

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 10 Sep 2015

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমার একটা সমস্যা হয়েছে যার ইসলামিক সমাধান চাচ্ছি। উত্তর জানতে পারলে খুশি হব। আমার একজনের সাথে সম্পর্ক দীর্ঘ ৮বছর। তার সাথে আমার যিনায় অনেক বার লিপ্ত হয়ে পরেছি। এখন সেও নিজেকে অপরাদ বোধ মনে করছে আমিও অপরাদ বোধ করছি। আর আমারা এখনো দুজন দুজনকে খুব ভালোবাসি। এখন আমি তাকে আর সে আমাকে বিয়ে করতে চাচ্ছি। এখন আমার বাবা মা মেনে নিচ্ছে না। কারন আমার এক আত্মীয় তার পরিবার নিয়ে মিথ্যা গুজব করে। কিন্তু তার পরিবার ৫০% রাজি। এখন আমার ৩টি প্রশ্ন
১) যার সাথে যিনা করেছি তার সাথে বিয়ে করলে কি আল্লাহ আমাদের মাফ করে দিবে? আর তাকে না বিয়ে অন্য কে বিয়ে করলে কি জাহান্নামি হবো? কি করলে যিনা পাপ থেকে মুক্তি পাবো?
২) আমি যাকে পচ্ছন্দ করি, যাকে বিয়ে করতে চাই তাকে আমার পরিবার পচ্ছন্দ করে না। কিন্তু তাট পরিবার রাজী। এখন আমার পরিবার ছাড়া তার পরিবার থাকলে আমাদের বিয়ে কি হালাল হবে? মানে বিয়েতে যে কোনো এক পরিবার রাজি থাকলে বিয়ে হালাল হবে?
৩) যদি দুই পরিবারের অমতে বিয়ে করি পরে পরিবার মেনে নিল কিন্তু ২য় বার বিয়ে না করলাম সেটা কি হালাল হবে?
উত্তর জানালে উপকার হতো।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। অবৈধ প্রেম ব্যাভিচারের দুয়ার খুলে দেয়। সুতরাং এই কথিত প্রেম-ভালবাসা থেকে এখনই আপনাদের বিরত হওয়া আবশ্যক। এটা সম্পূর্ণ রূপে ইসলামে নিষিদ্ধ। ব্যাভিচারের গুনাহ থেকে মুক্তি পাওয়ার ক্ষেত্রে তার সাথে আপনার বিবাহ করা বা না করার কোন সম্পর্ক নেই। গুনাহ মাফের জন্য শর্ত হলো উক্ত গুনাহ থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে আল্লাহর কাছে উক্ত গুনাহের জন্য মাফ চাওয়া এবং আল্লাহর কাছে উক্ত পাপে কোন দিন যুক্ত না হওয়ার শপথ করা অর্থাৎ তওবা করা।সুতরাং আপনার জন্য এখন আবশ্যক উক্ত ছেলের সাথে সমস্থ সম্পর্ক ছিন্ন করা, কথা-বার্তাও বলা যাবে না। এরপর আল্লাহর কাছে মাফ চেয়ে উক্ত পাপ থেকে তওবা করা। অভিভাবকের সম্মতি ছাড়া মেয়েদের বিবাহ অধিকাংশ আলেমের মতে বিশুদ্ধ নয়। সুতরাং অভিভাবকের অনুমতি ব্যতিত কোন মেয়েকে আমরা বিবাহের অনুমতি দিতে পারি না। এই বিষয়ে বিস্তারিত জানতে আমাদের দেয়া 0041 নাম্বার প্রশ্নের উত্তর দেখুন। এখন আপনার জন্য আমাদের পরামর্শ হলো আপনি এখনই ঐ ছেলে থেকে সমস্ত সম্পর্ক ছিন্ন করুন। এরপর আপনার পরিবারকে সব বিষয় খুলে বলুন আর তাকে ছাড়া অন্যত্র আপনি বিবাহ করবেন না বা আপনার পক্ষে এটা সম্ভব না এটা তাদের কাছে স্পষ্ট করুন। তারপর আপনার পরিবারের লোকজন আপনাকে যা বলে তা মেনে নিন। মনে রাখবেন, এই সব অবৈধ সম্পর্কের বিয়ে সাধারণত বেশী দিন টিকে না, আর টিকলেও অশান্তির শেষ থাকে না। এই বাস্তবতা উঠতি বয়সের ছেলে-মেয়েরা না বুঝলেও অভিজ্ঞ ব্যক্তিরা ঠিকই বোঝে। তাই তারা রাজি হতে চান না।