As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3487

সালাত

প্রকাশকাল: 17 Aug 2015

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমার উত্তরটা দিবেন দয়া করে। দৈনিক ১২ রাকাত পড়লে জান্নাতে একটি ঘর পাওয়া যায়! সেই বারো রাকাত কখন কখনকার? এবং সেগুলোড় নিয়্যত কি সুন্নাত নাকি নফল নামাজের নিয়্যত হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এই বার রাকআত হলো ফজরের আগের দুই রাকআত সুন্নাত, যুহরের আগের চার রাকআত সুন্নাত, যুহরের পরের ২ রাকআত সুন্নাত, মাগরিবের পরের দুই রাকআত সুন্নাত এবং ইশার পরের দুই রাকআত সুন্নাত।