As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3480

অর্থনৈতিক

প্রকাশকাল: 10 Aug 2015

প্রশ্ন

আস্সালামুআলাইকুম মুহতারাম, আমি একটি বেসরকারি কোম্পানিতে চাকরিরত আছি ঘন্টা হিসেবে, বেসিক সময় দশ ঘন্টা এরপরে ওভার টাইম ও করে থাকি মাঝে মধ্যে, তো এখানে দেখা যায় দেড় ঘন্টা অথবা এক ঘন্টার কিছু সময় বেশি কাজ করলে আমাকে দুই ঘন্টার টাকা দেয় আবার কখনো শুক্র বার আমাকে কিছু কাজ বুঝিয়ে দিয়ে দেয় আর বলে এগুলো শুক্র বার করতে কিন্তু আমি দশ ঘন্টা হওয়ার আগেই সেইকাজ করে ফেলি যেমন তিন, চার, পাচ ঘন্টা বাকি থাকতেই !কিন্তু আমাকে পুরো দশ ঘন্টার টাকাই দিয়ে দেয় .
এখন আমার প্রশ্ন হলো এই টাকা টা কি নেয়া আমার জন্য হালাল হবে না হারাম হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। কর্মদিবসগুলোতে বেসিক সময় ১০ ঘন্টা আপনাকে থাকতেই হবে, কাজ আগে শেষ হয়ে গেলেও প্রতিষ্ঠান ছাড়তে পারবেন না। ওভার টাইমের সময় যদি অল্প কাজেও কতৃপক্ষ পূর্ণ টাকা দেন তাহলে না জায়েজ হবে না, তবে যথাযথ কর্তৃপকক্ষেরে অনুমতিতে এটা হতে হবে। আর শুক্রবারে যেহেতু আপনাকে বিশেষ কিছু কাজ দিয়ে থাকে যে, সেগুলো করলেই হবে এই কারণে এখানে সময় বিবেচ্য হবে না, বরাং ঐ কাজগুলো করলেই হবে। তবে এটা্ও যথাযথ কর্তৃপকক্ষেরে অনুমতিতে হতে হবে। আশা করি বুঝতে পেরেছেন।