আস্সালামুআলাইকুম মুহতারাম, আমি একটি বেসরকারি কোম্পানিতে চাকরিরত আছি ঘন্টা হিসেবে, বেসিক সময় দশ ঘন্টা এরপরে ওভার টাইম ও করে থাকি মাঝে মধ্যে, তো এখানে দেখা যায় দেড় ঘন্টা অথবা এক ঘন্টার কিছু সময় বেশি কাজ করলে আমাকে দুই ঘন্টার টাকা দেয় আবার কখনো শুক্র বার আমাকে কিছু কাজ বুঝিয়ে দিয়ে দেয় আর বলে এগুলো শুক্র বার করতে কিন্তু আমি দশ ঘন্টা হওয়ার আগেই সেইকাজ করে ফেলি যেমন তিন, চার, পাচ ঘন্টা বাকি থাকতেই !কিন্তু আমাকে পুরো দশ ঘন্টার টাকাই দিয়ে দেয় .
এখন আমার প্রশ্ন হলো এই টাকা টা কি নেয়া আমার জন্য হালাল হবে না হারাম হবে?