As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3475

প্রকাশকাল: 5 Aug 2015

প্রশ্ন

আসসালামু আলাইকুম, সম্মানিত শাইখ, আমাদের পরিবার একটি বিষয় নিয়ে যথেষ্ট বিভ্রান্তিতে রয়েছে । সেটি হল বাবা বেঁচে আছেন এবং ছেলে মেয়েরাও বিবাহিত এবং উপার্জনক্ষম। এরকম পরিস্থিতিতে বাবার সম্পত্তিতে ছেলে বা মেয়ের কোনো দাবি আছে কিনা? অথবা বাবা তার মৃত্যুর পূর্বে ছেলে মেয়েকে দিতে বাধ্য কিনা? আমার দ্বিতীয় প্রশ্ন টি হল ছেলের বউ অথবা নাতি নাতনি কে দেখাশোনার কতটুক দায়িত্ব সরাসরি দাদা-দাদির উপর বর্তায়।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ছেলে-মেয়েদের জন্মের পর থেকে বড় করে তোলা পিতার উপর ফরজ। এরপর পিতার সম্পত্তিতে ছেলেমেয়েদের মূলত কোন দাবী নেই। তবে কোন সন্তান যদি আর্থিকভাবে অসহায় হয়ে পড়ে তাহলে ভিন্ন কথা। বাবা তার মৃত্যুর পূর্বে ছেলেমেয়েকে সম্পদ দিতে বাধ্য তো নয়ই, বরং বিনা প্রয়োজনে মৃত্যুর পূর্বে এভাবে সম্পদ বন্টন করলে অনেক ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হতে পারে, তাই জীবিত অবস্থায় সম্পদ বন্টন করবে না। বাবা মারা যাওয়ার পর সন্তানরা তার সম্পদ ইসলামী বিধি অনুযায়ী পাবে। আইনগতভাবে দাদা-দাদীর উপর ছেলের বউ অথবা নাতি নাতনিকে দেখাশোনার কোন দায়িত্ব নেই। কিন্তু আইন দিয়ে তো সুখের সংসার হয় না। দাদা-দাদীর উচিত সাধ্যে মধ্যে নাতী-নাতনীদের একটু খুশি করা। তাহলে দাদা-দাদীর প্রতি তাদের ভালোবাসা সৃষ্টি হবে। সম্পর্ক মধুর হবে।তবে যদি ছেলে মারা যায় তখন দাদার উপর তাদের দায়িত্ব চলে আসে। আর দাদা তার মারা যাওয়া ছেলের সন্তানদের তার সম্পদের একটা অংশ মৃত্যুর পূর্বে দিয়ে যাবে অথবা অসিয়ত করে যাবে, যাতে করে দাদার মারা যাওয়ার পর নাতীরা অসহায় না হয়ে পড়ে। কারণ ইসলামী আইন অনুযায়ী নাতীরা দাদার সম্পদের ওয়ারিস হয় হয় না।