As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3443

অর্থনৈতিক

প্রকাশকাল: 4 Jul 2015

প্রশ্ন

৪ রাকাত ফরজ নামাজ ইমামের পিছনে পড়তে গেলে এক বা দু রাকাত ফেল করলে কিভাবে পড়তে হবে?
কিরাত মিলাতে হবে কি না? কুরআন হাদিস থেকে দলিল দিবেন,
অনেকে বলেছে,কিরাত মিলাতে হবে আবার অনেকে বলেছে কিরাত মিলাতে হবে না। দয়া করে সঠিক উত্তর দিয়ে কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ করে দেবেন।

উত্তর

যে রাকআতগুলো ফেল করেছেন সে রাকআতগুলোতে যদি ইমাম সাহেব সূরা মেলন তাহলে আপনিও মেলাবেন, ইমাম সাহেব না মেলালে আপনিও মেলাবেন না। প্রথম দুই রাকআতে সূরা মেলানো আবশ্যক, সুতরাং যদি সেগুলে ফেল করেন তাহলে অবশ্যই আপনাকে সূরা মেলাতে হবে।