আসসালামু আলাইকুম। তিন বা চার রাকাআত বিশিষ্ট ফরজ নামাজের ক্ষেত্রে ইমামের সাথে শেষের ২ রাকায়াত যদি পাওয়া যায় তাহলে পরের এক বা ২ রাকায়াত পরার সময় সুরা ফাতিহার সাথে অন্য সুরা মিলাতে হবে কিনা?
যেহেতু আমি প্রথম ২ রাকায়াত পাইনাই তাহলে ইমামের সাথে যে ২ রাকায়াত পাবো তা কি আমার জন্য প্রথম ও ২য় রাকায়াত হিসেবে গন্য হবে?