As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3413

অর্থনৈতিক

প্রকাশকাল: 4 Jun 2015

প্রশ্ন

আসসালামু আলাইকুম। ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ কি জুমআর আযান দিলে বসে বয়ান দেয়ার পর ছানী আজান দিলে খুতবা শুধু আরবীতে দিতেন নাকি আজান দিলে মাতৃভাষায় খুতবা দিতেন?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম।ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ জুমআর আযান দিলে বসে বয়ান দেয়ার পর দ্বিতীয় আযান দিলে খুতবা শুধু আরবীতে দিতেন, দ্বিতীয় আযানের পর মাতৃভাষায় খুতবা দিতেন না।