As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3405

যিকির দুআ আমল

প্রকাশকাল: 27 May 2015

প্রশ্ন

Assalamualikum. মেয়েরা মাসে ৭ দিন অসুস্থ থাকে । এ সময় সে কি, জিকির, এবং কোরানের মুখস্থ দুয়া পরতে পারবে? মহিলা সাহাবীরা এ সময় কি পড়ত? রেফারেন্স দিলে ভাল হয়।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। মাসিক অবস্থায় মেয়েরা জিকির ও কোরআনের দুআ পড়তে পারবে। হজ্জ অবস্থায় আয়েশা রা. এর মাসিক শুরু হলে রাসূলুল্লাহ সা. তাকে বলেন, افعلي كما يفعل الحاج غير أن لا تطوفي بالبيت حتى تطهري হাজ্জীরা যা করে তুমি সব করবে তবে শুধু তাওয়াফে জিয়ারত করবে না, পবিত্র হওয়ার পর করবে। সহীহ মুসলিম, হাদীস নং ১২১১। হজ্জের মধ্যে অনেক জিকির আছে, যেমন তালবিয়া পাঠ করা, আরাফার মাঠে দুআ করা ইত্যাদি। রাসূলুল্লাহ সা. শুধু তাওয়াফ করতে নিষেধ করেছেন, অন্যে কোন জিকির করতে নিষেধ করেন নি। আশা করি উত্তর পেয়েছেন।