As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3394

ত্বহারাত পবিত্রতা

প্রকাশকাল: 16 May 2015

প্রশ্ন

আসসালামু আলাইকুম:(খুব গুরুত্বপূর্ণ )
আমি পবিত্র অবস্থায় রাতে ঘুমালে, ঘুম থেকে জেগে উঠে দেখি যে, আমার প্রস্রাবের রাস্তা দিয়ে কয়েক ফোটা মজি (মণি নয়) কোনো উত্তেজনা ছাড়াই বের হয়েছে | আমি যখনি ঘুমাই, তখনি এরকম হয়, এটি আমার নিয়মিত হয় | বিশেষ করে ফজরের নামাজের সময়, সবসময় /প্রতিদিন আমার পক্ষে কাপড় পাল্টানো সম্ভব হয় না, আমার করণীয় কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। , কাপড়ে ঐ মজি লাগার স্থানের ব্যাপারে আপনি যদি নিশ্চিত হন তাহলে শুধু নাপাকী লাগার স্থান ধৌত করেই আপনি নামায আদায় করতে পারবেন। আর যদি নাপাকী লাগার স্থানের ব্যাপারে নিশ্চিত হতে না পারেন তাহলে কষ্ট হলেও কাপড় পাল্টিয়েই নামায আদায় করতে হবে। নামায একজন মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। নামাযকে অগ্রাধিকার দিয়ে আমাদের দৈনন্দিন রুটিন সাজাতে হবে।